বিশেষ প্রতিনিধি॥
জমকালো আয়োজনে গাজীপুরে বাংলাদেশ সমাচার প্রত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর গাছা প্রেস ক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।
এতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাছা মেট্রো থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ। এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, গাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমির আলী। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস খান।
গাছা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধার সঞ্চালনায় মূল্যবান আলোচনা করেন গাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান ও সহ-সভাপতি আশরাফুল আলম মণ্ডল। এছারা আলোচনা করেন, ক্লাবের নির্বাহী সদস্য জাকির হোসেন জিয়া, জামালউদ্দিন-সহ অন্যান্যরা। অনুষ্ঠান শুরু লগ্নে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির গাজীপুর রিপোর্টার আব্দুল খালেক।
আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ সঠিক ও সত্য খবর প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এছারা গাছা প্রেস ক্লাব ও বাংলাদেশ সমাচার পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কেঁটে দোয়া শেষে সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠান সভাপতি মামুন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগরীর ৩৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সরকার, ৩৫নং ওয়ার্ডের সভাপতি আবুল হাশেম, গাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাজনুন মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা জাহান নির্বাহী সদস্য রেজাউল ইসলাম রেজা।
এছাড়া সদস্য ফাহিম ফরহাদ, শরীফ ওমর টুটুল, ইকবাল হোসেন, লোকমান হোসেন, সজীব হোসেন-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরাও এসময় উপস্থিত ছিলেন।