সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা জাগো নারী’র আয়োজনে রাইট টু গ্রো প্রকল্পের স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার থেকে শুরু হওয়া কার্যক্রমের প্রথম দিনে উপজেলার নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডসের অর্থায়নে এসিএফ এর সহযোগিতায় জাগোনারীর বাস্তবায়নে স্কুল ভিত্তক সচেতনতামূলক এ ক্যাম্পেইন শুরু হয়েছে।
বে-সরকারি সংস্থা জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি এ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন কালে তিনি হাইজিং কর্নারের বিভিন্ন সুবিধাদি সম্পর্কে খোজ খবর নেন,হাত ধোয়ার ডিভাইস দেখেন এবং শিক্ষার্থীদের সাথে স্টুডেন্ট কেবিনেট নিয়ে উম্মুক্ত মত বিনিময় করেন।এ সময়ে বিদ্যালয়ের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।