রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা (মজিদবাড়ী) মোটরসাইকেলস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শনিবার সন্ধ্যার পরে ভুরঘাটা মোটরসাইকেল সমিতিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোটরসাইকেল সমিতির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ, ভুরঘাটা মোটরসাইকেল সমিতির নেতা মোঃ ফজলুল হক সরদার, আব্দুল জলিল হাওলাদার, ইয়াসিন হাওলাদার, সৈয়দ মিন্টু, কালকিনি মোটরসাইকেল একতা সমিতির নেতা মোহাম্মদ দুলাল খন্দকার, বাবুল বেপারী, মামুন শিকদার, মামুন বেপারী, কয়ারিয়া মোল্লারহাট সমিতির সভাপতি সানাউর সিকদার, সাধারন সম্পাদক লিমন সিকদার, নেতা সিরাজ খান, ফাসিয়াতলা সমিতির সভাপতি কালাম ও আঃ রহমান, খাসের হাট সমিতির নেতা মানিক বেপারি কাসেম বেপারি ও নাহিদ সরদার প্রমুখ।
আলোচনা সভায় মটরসাইকেল সমিতির নেতারা জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশীদের কাছে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের দাবি জানালে তিনি মটরসাইকেল সমিতির নেতাদের সাথে একমত পোষণ করেন।