মোঃ ফিরোজ আহমেদ,পাইকগাছা (খুলনা) :
খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ তার ২ সহযোগীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে প্রকল্পের অর্থ ও সরকারী রাস্তার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ হয়েছে। এলাকাবাসীর পক্ষে মোঃ আব্দুল হালিম মোড়লসহ ৮ জনে স্বাক্ষর করে এ অভিযোগ করেন ।
অভিযোগে প্রকাশ, উপজেলার কপিলমুনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম। একই এলাকার মৃত এছেম গাজীর ছেলে রবিউল গাজী ও আহম্মেদ মোড়লের ছেলে মোঃ সবুজ। তারা একে অপরের সহযোগী। তারা যোগসাজশ করে ইউনিয়নে রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের টিআর কর্মসূচির বরাদ্দকৃত ৫২ হাজার সব টাকা কোন কাজ না করে আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের সামনে সরকারী জায়গায় অবস্থিত কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছ ও বিদ্যালয়ের মাঠের গাছের ডাল বিক্রির ৫০-৬০ হাজার টাকা। ইউপি সদস্য রবিউল ইসলাম ২নং ওয়ার্ডে বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহের নামে বিভিন্ন সময় বরাদ্দ নিয়ে বরাদ্দের অর্থ প্রতিষ্ঠানে না দিয়ে ভুয়া বিল ভাওচার করে উত্তোলণ করে আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে অভিযোগকারী আব্দুল হালিম মোড়ল জানান, মেম্বরকে প্রকল্পের কাজ করতে ও গাছ বিক্রয় করা টাকা স্কুলে জমা দিতে বললে তিনি তাকে ছাড়া অন্যান্যদের হুমকি দেন। ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, পরিষদের সচীব আব্দুল গণির বিরুদ্ধে অভিযোগ হওয়ায় তিনি থেকে এসব করছেন।
কপিলমুনি ইউপির প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ইউনুচ আলীকে বার বার ফোন করে না পওয়ায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বুধবার একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।