বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মধুমেলায় সার্কাস ও জাদুর প্যান্ডেলে চলছে অশ্লীল নৃত্য; মেলার ইজারাদার বললেন স্বাভাবিক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

 

কল্যান রায় :

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেলায় সার্কাস ও জাদু প্যান্ডেলে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। যা দেখার কেউ নেই ?

স্থানীয়রা জানিয়েছেন, মেলায় আর্থিক লাভের উদ্দেশ্যে অসাধু ব্যক্তিরা এই অনৈতিক কার্যকলাপ শুরু করেছেন। নগ্ন নৃত্য দেখতে কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন। মোবাইলে ভিডিও ধারণ ঠেকাতে নির্দিষ্ট লোক দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুপল্লীর আম্রকাননে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

তবে স্থানীয়রা দাবি করেছেন, মেলার প্রথম দিন থেকেই সার্কাস ও জাদু’র নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত চলা এই নৃত্য দেখতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন। তাদের আশঙ্কা, এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে যুব সমাজ বিপথগামী হতে পারে।

অশ্লীল নৃত্য নিয়ে স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নৃত্য পরিচালনা করা হচ্ছে। দর্শকদের ভিডিও ধারণে বাধা দিতে লোক নিয়োজিত রয়েছে।

তবে মধুমেলার ইজারাদার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “সার্কাস ও জাদু’র নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। যদি এমন কিছু হতো, কেউ না কেউ মোবাইলে ভিডিও করত।” ভিডিও ফুটেজ আছে জানালে তিনি বলেন, মেলায় যেটা হচ্ছে ওটাতো স্বাভাবিক।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, “মধুমেলায় শান্তি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দলের কর্মীরা দায়িত্ব পালন করছেন। যাত্রা, সার্কাস বা জাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য পরিবেশনের সুযোগ নেই। তবে অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী রাতে মধুমেলায় অশ্লীল নৃত্য প্রদর্শনের জন্য ‘মিতা জাদু প্রদর্শনী’ প্যান্ডেলটি বন্ধ করে দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শরীফ নেওয়াজ।

সাময়িক বন্ধ হলেও অদৃশ্য শক্তির হস্তক্ষেপে আবারও চালু হয়েছে এধরনের অশ্লীল নৃত্য। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে মধুমেলার মতো একটি ঐতিহ্যবাহী আয়োজন নৈতিকতার সীমা অতিক্রম না করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

নাটোরে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কালিরছড়া কাঞ্চিরাঘোনায় অভিযান 

সুনামগঞ্জে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে নারী সমাবেশে এমপি এড.শামীমা আক্তার খানম

বিজিবির হাতে ফেনসিডিল সহ সাবেক ছাত্রলীগ নেতা আটক 

রানীনগরে ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে : বাংলাদেশ ন্যাপ

ক্যাব’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: তৃণমূলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ক্যাবকে শক্তিশালী করার বিকল্প নাই

আমতলীতে জব্দ কৃত নৌকা নিলামে বিক্রয়