বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

যশোরে সাবেক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোর সদরের ইছালী ইউনিয়নের হাসিমপুর গ্রামে ওয়াদুদ হোসেন নামে অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা কৃষি কর্মকর্তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেলে তারা তারা চিৎকার শুরু করে। একপর্যায়ে ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ঘর থেকে নগদ তিন লাখ টাকা ও ১৪ ভরি পাঁচ আনা স্বর্ণ ও তিনটি মোবাইল নিয়ে যায়। বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।

বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াদুদ হোসেন, জানিয়েছেন ৭/৮ জনের ডাকাত দল তার ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যরা বুঝতে পেরে চিৎকার শুরু করলে দিলে ডাকাত সদস্যরা পিস্তল,শর্ট গান ও রামদা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ছেলে সাজ্জাদ ও শাওনের মুখে লুঙ্গি ছেড়া কাপড় দিয়ে মুখ বেঁধে রাখে।

পরে ঘরের আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা সোনার হাতের রুলি, টিকলি, কানের দুল,গলার চেইন,ব্যচলেট তিনটি মোবাইল ফোনসহ অনুমানিক ১৪ ভরি পাঁচ আনা স্বর্ণের গহনা ডাকাতি করে নিয়ে যায়। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

এ ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াদুদ হোসেন ,যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করেছেন যশোর কোতোয়ালি থানার পুলিশ। থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ বাবুল সাংবাদিকদের বলেছেন, আমরা ঘটনা তদন্ত করতে দুপুরে গিয়েছিলাম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত