![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকেরের নিজস্ব অর্থায়নে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় পৌরসদরস্হ জেলা পরিষদ (এলকে সিদ্দিকী স্কয়ার) পাবলিক লাইব্রেরীতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন দোলনের উদ্যােগে আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা আঃলীগের সভানেত্রী ও সামাজিক সংগঠন দোলনের প্রতিষ্ঠাতা সভানেত্রী ইসমত আরা সুরাইয়া বাকেরের সভাপতিত্বে ও নাজনীন আক্তার পান্নার পরিচালনায় উপস্হিত ছিলেন,পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, রিজিয়া মেম্বার, সাংস্কৃতিক কর্মী মুন্নি সেন,আলিয়া বেগম ,সাইরা আমিন, সাদিয়া তাসফিয়া, রুমা আক্তার,প্রীতি প্রমূখ।
প্রধান অতিথি সুরাইয়া বাকের বলেন,আমাদের দেশেসহ অত্র অঞ্চলে অনেক অসহায় গরীব এই শৈত প্রবাহের মধ্যে চরম জীবণ যাপন করে।তাই তাদের কথা চিন্তা করে আজকে সামান্য আমাদের সাধ্য মত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।তিনি ধনবান সকলকে গরীবদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।