কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড॥ সীতাকুন্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর নিয়মিত কর্মশালা “নলেজ শেয়ারিং সেশনের” চতুর্থ পর্ব ২৮শে জানুয়ারি রোজ শনিবার সীতাকুণ্ডস্থ এল কে সিদ্দিকী স্কয়ারে সমপন্ন হয়। উক্ত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা “আয়মান সাদিক”।
২৮ জানুয়ারী শনিবার বিকালে আয়োজিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের প্রধান নির্বাহী মোহাম্মদ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতির সহ সভাপতি লায়ন ইউসুফ শাহ।
উক্ত অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ” এফ কমার্স” থেকে এমএফজেএফ কে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সীতাকুণ্ড ডায়বেটিক হাসপাতালের রোগী কার্ডের স্মারক কপি এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী এর হাতে তুলে দেন মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সীতাকুণ্ড ডায়বেটিক হাসপাতালের রোগী কার্ডের পৃষ্ঠপোষক এমএফজেএফ।
প্রায় তিনশ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে কথা বলেন আয়মান সাদিক।