মোহাম্মদ মাসুদ॥ সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বাস ডাকাত দলের কুখ্যাত চাকমা রুবেল গ্রুপের প্রধান চাকমা রুবেলসহ ৭সদস্য গ্রেপ্তার এবং ৭টি টীপছোরা উদ্ধার।
১৩ফেব্রুয়ারি পুরাতন কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড থেকে টাইগার পাস মোড় যাওয়ার পথে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি-গ্রহনকালে ৭টি টিপ ছোরাসহ মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল,মোঃ আলামিন,রমজান হোসেন রুবেল প্রকাশ দাইত্ত্যা রুবেল, শাহাদাৎ হোসেন বাবু,মোঃ বাদশাহ,দ্বীন ইসলাম প্রকাশ মুন্না ও মনির হোসেনকে গ্রেফতার করেন।এসআই/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চৌকস অভিযানে।
ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে,তারা গভীর রাতের বাসগুলোতে ঘরমুখী যাত্রী এবং ভোরবেলায় চলাচলরত বাসগুলোতে অফিসগামী যাত্রীদের টার্গেট করে। গভীর রাত এবং ভোর বেলায় বাসে যাত্রী কম থাকার সুযোগ কাজে লাগিয়ে জায়গা বুঝে ছোরার ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। আটককৃতরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা সহ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সীতাকুন্ড,ফৌজদারহাট সহ মইজ্জারটেক,পটিয়া এবং বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে মর্মে স্বীকার করে।
উল্লেখ্য যে,ধৃত মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল এর বিরুদ্ধে কোতোয়ালী,সদরঘাটা,ডবলমুরিং থানায় অস্ত্র আইনে সহ বিভিন্ন আইনে মোট ১৫টি,মোঃ আলামিন এর বিরুদ্ধে কোতোয়ালী থানা ও কুমিল্লা জেলার মুরাদনগর থানায় ০২টি,
রমজান হোসেন রুবেল এর বিরুদ্ধে কোতোয়ালী এবং সদরঘাট থানায় অস্ত্র আইনে সহ বিভিন্ন আইনে মোট ৮টি, শাহাদাৎ হোসেন বাবু এর বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় অস্ত্র আইন সহ বিভিন্ন আইনে মোট ৩টি,মোঃ বাদশাহ এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০১টি,দ্বীন ইসলাম প্রকাশ মুন্না এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইন সহ দন্ডবিধি আইনে মোট ২টি,মনির হোসেন এর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী এবং ডবলমুরিং থানায় অস্ত্র আইনে ২টি ও দন্ডবিধি আইনে ২টি সহ মোট ৪টি মামলা রুজু আছে।