গণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় বাংলা অনলাইন বাংলাদেশ সকাল (www.bd-sokal.com) এর কন্টেন্ট বিনা অনুমতিতে দীর্ঘদিন যাবত ‘আমাদের সমাজ’ (ওয়েব: www.amadersomaj.com) নামক ঠিকানাবিহীন অনলাইনে প্রকাশ হচ্ছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
অনলাইন টির প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শেখ কামাল উদ্দিন স্মরণ ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান যেটা আমরা ওয়েব পোর্টাল এর সম্পাদকীয় প্যানেল থেকে সংগ্রহ করে জানতে পেরেছি।
যেহেতু পোর্টালটির যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার এমনকি মেইল এড্রেস ও নাই তাই আমরা পোর্টালে থাকা সম্পাদক প্যানেলের কার ও সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি।
এমতাবস্থায় অত্র বিজ্ঞপ্তির তিন দিনের মধ্যে বাংলাদেশ সকাল( www.bd-sokal.com) এর কন্টেন্ট না অপসারণ করলে আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।
মীর দিনার হোসেন
সম্পাদক ও প্রকাশক
বাংলাদেশ সকাল
মোবাইল :০১৫৮১২৪৪২০০