ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি॥ ঈদগাঁও ইউনিয়নের মেম্বার প্রদোষ পাল মুন্না আটক হয়। বাংলা মদসহ ২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ঈদগাঁও থানা পুলিশ কানিয়াছড়া থেকে তাকে আটক করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, মদ সেবন ও বিক্রির অপরাধে তাকে ৪ লিটার চোলাই মদসহ আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।
আটক ইউনিয়নের ৮নং ওর্য়াড়ের মেম্বার পাল পাড়ার মৃত শশাঙ্ক মোহন পাল প্রকাশ হাঁসি রাম পালের পুত্র।
রিপোর্ট লেখা পর্যন্ত মেম্বারকে ছাড়িয়া আনতে স্থানীয় জনপ্রতিনিধিসহ কিছু লোকজন থানায় তদবির চালাচ্ছিল।