নিজস্ব প্রতিবেদক॥ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও মহিলা আন্তর্জাতিক বিচ ভলিবল টুর্নামেন্টের পর্দা উঠছে। ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় কক্সবাজার সাগর-সৈকতের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক এই বিচ ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্ণামেন্টে পুরুষ বিভাগে সাতটি এবং মহিলা বিভাগে চারটি দেশ অংশ নিচ্ছে।
এদিকে পুরুষ বিভাগে অংশ গ্রহণকারী সাতটি দল হলো-ভারত, পাকিস্তান, নেপাল, কিরগিজ স্থান, মালদ্বীপ,ভুটান ও স্বাগতিক বাংলাদেশ।
মহিলা বিচ ভলিবলের দল গুলো হল-নেপাল শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত মেগা এই বিচ ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তরের মেয়র মুহাম্মদ আতিকুল ইসলাম।