বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

কাচ্চি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

কাচ্চি

   -কাজী মহিউল ইসলাম

‘নিমতলীর’ সেই দগদগে ঘা

শুকিয়ে যাবার আগে,

‘বেইলী রোডের’ লবণ ছিটা!

ভীষণ কষ্ট লাগে।

কাচ্চির লোভ দেখিয়ে ওরা

কত মানুষ মারে,

জানিনা তো কয়টা মাথা

আছে তাদের ঘাড়ে!

প্রতিদিনই‌ আগুন নিয়ে

করছে তারা খেলা,

আমজনতার জীবন নিয়ে

করছে হেলা-ফেলা।

লাভের মোহে অন্ধ তারা

মানে না তো কিছুই,

দেয়না তারা প্রাণের মূল্য

ছুটছে টাকার পিছুই।

সারা জীবন তাদের কাছে

নিজের স্বার্থ বড়,

তাদের দেখে কেন সবাই

ভয়েই জড়সড়?

এই বাঙালি বীরের জাতি

তাদের কিসের ভয়?

এই বাঙালিই রুখতে পারে

সকল অবক্ষয়।

জাগিয়ে তোল নিজের বিবেক

মিলাও হাতে হাত,

দাও গুঁড়িয়ে যত আছে

মানুষ মারার ফাঁদ।

——

অগ্নিদগ্ধ হয়ে সকল আহত ও নিহতদের স্মরণে রচিত।

সর্বশেষ - এক্সক্লুসিভ