নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শিক্ষা আমার অধিকার, বই দিচ্ছে সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনব্যাপী কোটচাঁদপুরে উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আওতায় উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেয়া হয়।
এ উপলক্ষ্যে রবিবার সকালে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রমুখ।
এ বিষয় প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল বলেন, উপজেলায় মোট ৭৪ টা স্কুলে বই বিতরণ করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণি বাদে। পর্যায়ক্রমে বই দ্রুত সময়ের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন বলেন, মাধ্যমিক পর্যায়ে ২৫ টা হাইস্কুল ও ৯ টা মাদ্রাসা মোট ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।