রোমান আহমেদ॥ গাজীপুর শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় লাইনের উপর পা বিচ্ছিন্ন থাকা অজ্ঞাত যুবক দেখতে পায় আশেপাশে অবস্থানরত লোকজন।
০৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের আটটার সিগনালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকজনেরা জানান, যমুনা এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার কিছু পর স্টেশনের আউটার সিগনালের পাশে রেললাইনের উপর এক ব্যক্তিকে পা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায় তারা। পরে সেখানে গিয়ে আহত অবস্থায় থাকা ওই যুবককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জারিনা রাফা জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে দু’জন যুবক এরপর থেকে তাদের কাউকে দেখা যায়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার সাইদুর রহমানের কাছে মুঠো ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বাংলাদেশ সকালকে জানান, ট্রেনে কাটা পড়ে একজন যুবক আহত হয়েছে জানতে পারি কিন্তু মারা গেছে কিনা সে সম্পর্কে খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ সকালকে জানান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কে এই যুবক পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।