মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ বাউল সম্রাট ফকির লালন সাঁই এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে জামালপুর লালন একাডেমির আয়োজনে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।
জামালপুর লালন একাডেমির সভাপতি এডভোকেট ইউসুফ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
লালন স্মরণোৎসব উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ৷
বক্তারা বলেন,বাউল সাধক ফকির লালন ছিলেন আধ্যাত্মিক দর্শন ও ভাবজগতের শিরোমণি। ফকির লালন সাঁইজি একাধারে গীতিকার, সুরকার, গায়ক, বাউল সম্প্রদায়ের গুরু। ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায়ের উর্ধ্বে মানবতাবাদী মনিষী ও লৌকিক ধর্মাচার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা। তার গানের বাণীগুলি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গবেষণার ক্ষেত্রে বিস্তৃত। লালন কেবল বাংলাদেশ বা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের গবেষকদের কাছে আগ্রহ সৃষ্টি করেছে।
পরে মঞ্চে গান পরিবেশন করেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী সমীর বাউল ও হামিদা পারভীন সহ জামালপুর লালন একাডেমির লালন শিল্পীরা।