মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী॥ ডিমলা উপজেলায় যুব সমাজকে কল্যানের পথে নেশার জগত থেকে ফেরানোর লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে তামাক চাষের পরিবর্তে সরিষা ও গমচাষে উৎসাহ বাড়ানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধকরন সভা করা হয়।
আজ ২ জানুয়ারি সকালে ডিমলা উপজেলা মাঠে কৃষিদপ্তরের আয়োজনে ডিমলায় শতভাগ তামাক চাষ মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপস্থাপনা করেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, প্রেসক্লাব- ডিমলা এর সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীমহল ও কৃষকবৃন্দ।