সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।(৪ই জানুয়ারি) বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ।
উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম, লুৎফুর রহমান লাকসাব, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, সহ সভাপতি মইনুল হক, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ দাস, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলাকে আরোও সক্রিয় করতে হবে।
নিজ নিজ জায়গা থেকে সকল নেতা কর্মীদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে সহযোগীতা করতে হবে।