ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শংকর গোবিন্দ আধুনিক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই গেমস-এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্তি পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, যুব গেমসএর প্রতিনিধি মোঃ মবিনসহ অন্যান্যরা। জেলার ৭টি উপজেলা থেকে খেলোয়াররা এই গেমসে অংশ নিচ্ছে।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে ফিরে আসে। বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীরা ৬টি ইভেন্টসে প্রতিযোগিতা করবে।