মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ খুলনার পাইকগাছা থানা পুলিশ ক্রেতা সেজে আবারোও ১ কেজি গাঁজা সহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। ১০ ডিসেম্বর-শনিবার রাত ৮ সাড়ে টার দিকে উপজেলার রাড়ুলী ইউপি’র কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন পুকুর পাড় থেকে হাতে-নাতে সবুজ গাজী ( ৪৪) ও আকরাম গাজী (৫০) কে গ্রেপ্তার করা হয়।
দু’জনের বাড়ি তালা উপজেলার বালিয়া গ্রামে। গাঁজা উদ্ধার ও গ্রেপ্তার অভিযানের সময় উপস্থিত ছিলেন এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জুরুল, কনস্টেবল ইয়ারুল, ইমরান, হুমায়ুন ও অনুপম।
এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে সবুজ ও আকরামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন, যার নং-১০। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন গাঁজা সহ গ্রেপ্তারকৃত দু’ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলাও রয়েছে।