এনামুল হক ছোটন: আগামী ১ জুন ২০২৪ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাংবাদিকগণের ওরিয়েন্টেশন কর্মশালা করেন ময়মনসিংহ সিভিল সার্জন অফিস। ৩০ মে (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস এর সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল। এ সময় সিভিল সার্জন ড. নজরুল ইসলাম জানান, আগামী ১লা জুন এ জেলায় তিন হাজার ৫১৯টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে চলবে এই ক্যাম্পেইন।
সূত্রমতে, এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৯৩ হাজার ৭১৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ২৪ হাজার ৭১৮ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মশালার আয়োজন করেন ময়মনসিংহ সিভিল সার্জন অফিস। কর্মশালায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।