এ এম ফাহাদ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী মো: সালাউদ্দিনকে (৩৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) আত্মসর্মপন করতে এলে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড বাজার এলাকার আব্দুল মতিন ছেলে সালাউদ্দিনের সাথে পৌর সভার ২নং পৌর ওয়ার্ড নতুন পাড়ার মীর হোসেন এর মেয়ে ফাতেমা আক্তার এর সাথে ২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয়।
দাম্পত্য জীবনে তাদের এক মেয়ে ও এক ছেলে শিশু সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে অন্য নারীর আসক্ত হয়ে যৌতুকসহ বিভিন্ন অযুহাতে মারধর করতো বলে স্ত্রীর অভিযোগ রয়েছে। সর্বশেষ এই বছরের ৪ ফেব্রুয়ারি ২ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে মারধর করে এবং ডিভোর্সের হুমকি দেয়।
পরবর্তীতে ভুক্তভোগি স্ত্রী ফাতেমা বাদি হয়ে সালাহ উদ্দিনের কর্মস্থল ব্রাহ্মনবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়নক বরাবর ন্যায় বিচার চেয়ে আবেদন করলে বিজিবির বিধি মোতাবেক এনসিও শৃঙ্খলার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার বিষয় প্রমাণিত হওয়ায় গত ২৮ মে ২০২৩ ইং তাকে চাকরী হতে অব্যাহতি দেয়া হয়।
উল্লেখ্য যে, সে তার স্ত্রীর নগ্ন ভিডিও ধারন করে স্ত্রীকে নানান ভাবে ব্লাকমেইল করার চেষ্টা করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সঠিক প্রমান ও পাওয়া গিয়েছে।