স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুর জেলার মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সব অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, গাংনি পৌরসভার মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ।