বেনাপোল প্রতিনিধি॥ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২২ উদযাপন উপলক্ষে শার্শা উপজেলা থেকে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জয়িতা নারীদেরকে ৫টি ক্যাটাগরীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জয়িতা নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।