হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: আসন্ন নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষনা করেছে বাংলাদেশ সোসাইটির আতাউর রহমান-সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল। এই প্যানেলটি নিবার্চনে জয়ী হলে ভোটারদের জন্য কি কি পদক্ষেপ নেবেন সেটি্ও জানিয়েছেন নেতারা।
সেলিম আলী প্যানেলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ভোটে জয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের একই স্থান থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ‘বাংলাদেশ ভবন’ বা ‘কমিউনিটি সেন্টার’ স্থাপন করা হবে। তাই ‘বাংলাদেশ ভবন’ বা ‘কমিউনিটি সেন্টার’ স্থাপন করতে চায় ভোট প্রার্থীরা। একই সাথে নিউইয়র্কে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ এবং সম্মিলিতভাবে নিউইয়র্ক সিটিতে প্রতিবছর বাংলাদেশ ডে প্যারেড করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করা । এছাড়া নিউইয়র্ক সিটির বিভিন্ন অফিসের দাপ্তরিক কাজে ব্যবহৃত বাংলা ভাষা বিশুদ্ধকরণে কাজ করার উদ্যোগ নেবে তারা।
নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য সিটির অ্যাফোর্ডেবল হাউজিং ও বিনা মূল্যে সিটির স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সহায়তা করা। কমিউনিটির নিম্ন আয়ের প্রবাসীদের জন্য সিটি স্টেট ও ফেডারেল সরকারের বরাদ্দকৃত আর্থিক সহায়তা পেতে সহযোগিতা প্রদান, ইমিগ্রেশনসহ বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নিয়মিতভাবে সেমিনার ও কর্মশালার আয়োজন। প্রবাসীদের জন্য সিটি স্টেট ও ফেডারেল সরকারের কাজের তথ্য প্রদান ও বিভিন্ন কর্মশালার মাধ্যমে কাজ পেতে সহায়তা করা্ও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে আমাদের নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে সব ধরনের সহায়তা প্রদান ছাড়াও সকল বাংলাদেশি-আমেরিকানকে ভোটার রেজিস্ট্রেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রাখা। সোসাইটির কার্যকরী পরিষদে মহি পাবিষয়ক সম্পাদকের একটি পদ সংযোজন করার লক্ষ্যে ও গঠনতন্ত্রকে আরও যুগোপযোগী করতে ‘গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা।
এই প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী দাফন বা সৎকার করতে পূর্বের চেয়ে আরও বেশি সহায়তা প্রদান করা হবে। প্রবাসীদের স্বার্থে এই প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন এবং সোসাইটির সাবেক কর্মকর্তাদেরকে বাংলাদেশ সোসাইটির সঙ্গে সম্পৃক্ত করে সোসাইটিকে আরও গতিশীল করার জন্য পদক্ষেপ নেবে এই প্যানেল। বাংলাদেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিভিন্ন দাবি আদায়ে নিবিড়ভাবে কাজ করব। বিশেষ করে, নিউইয়র্ক রুটে বিমান পুনরায় চালুর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে জোরালোভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হয়।
সেলিম আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রচার- প্রচারণা চালানো হচ্ছে। তারা বিভিন্ন অনুষ্ঠানে ভোটারদের হাতে এবং তাদের বাসাবাড়িতে এই নির্বাচনী ইশতেহার পাঠাচ্ছে। তারা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনে জিতে সোসাইটির নেতৃত্বে যেতে পারলে ইশতেহারে উল্লেখ করা সকল বিষয় বাস্তবায়ন করবে।