আব্দুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা ঈদগাহ মাঠ পাশে পুরোনো একটি রেকর্ডিও রাস্তা পুনরুদ্ধার করেছেন আটোয়ারী উপজেলা প্রশাসন। গত ২৭ জুন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের উপস্থিতিতে রাস্তাটি বের করে সীমানা নির্ধারণ ও খুটি দিয়ে লাল পতাকা টাংগিয়ে দেয় প্রশাসন । তবে সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২৮ জুন সকালে রেকর্ডিংও রাস্তাটির খুটি উপড়ে ফেলে জমিতে হালচাষ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমানের আপন ভাগিনা আল ইমরোজ স্বাধীন। ঘটনাটি জানাজানি হলে আটোয়ারী থানা পুলিশের এসআই দিনবন্ধুকে তদন্তে পাঠান আটোয়ারী থানার ওসি।
জানা যায়, এই রেকর্ডিও রাস্তাটি স্থানীয় এক লোককে ১ লাখ ৩০ হাজার টাকায় কট ( টাকা দিয়ে কোট নেয়, টাকা ফেরত দিলে জমি ফেরত) দিয়েছে স্বাধীন।
উল্লেখ্য, এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার ১০ টি পরিবারের ৪০ জনের চলাচলের রাস্তা বন্ধ করে দেন তারা। এরপর ভুক্তভোগীর লিখিত অভিযোগের পেক্ষিতে তদন্তে নামে প্রশাসন। এরপর সেই রাস্তা, জমি ও পুকুরটি রেকর্ডিও রাস্তার জমি বলে জানা যায়। এককথায় কেঁচো খুজতে গিয়ে সাপ বেরিয়ে আসে সেখানে। অভিযুক্ত আল ইমরোজ স্বাধীনের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হাসিবুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেব আইনানুগ ব্যবস্থা নিবেন আমি বলেছি, কারণ হচ্ছে স্থানীয় সরকার অল ইন অল। এটা হচ্ছে পুরাতন রাস্তা, সরকারের জমি, সরকারকে জানায়ে সরকারের অনুমতি সাপেক্ষে, সরকারে প্রতিনিধিদল উপস্থিত থেকে লাল ফ্লাগ দিয়েছে। এটা যদি লংঘন হয় তাহলে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি আপনি মামলা করে দেন ।
এ বিষয়ে আটোয়ারী থানার এস আই দিনবন্ধু বলেন, ঐ বিষয়ে অফিসিয়াল কোন ম্যাসেজ আমাদের কাছে নাই। ওসি স্যারের মৌখিক আদেশে আমি সেখানে গেছিলাম।