সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম,এ কাদের মিয়াকে আমতলী অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এক সংবধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম,এ কাদের মিয়া। সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন,সমবায় কর্মকর্তা জগলুল হায়দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন,নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা,আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রমুখ।