বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের খাবারে অনিয়ম ও দূর্নীতীর অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ,পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে কতিপয় কর্মকর্তা, কর্মচারী রোগীর মধ্যে খাবার বিতরণে অনিয়ম ও দুর্নীতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তিকৃত রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ দীর্ঘ বছরের। স্বাস্থ্য কমপ্লেক্সের এক শ্রেনীর অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি এধরনের অনিয়ম করে আসছে। এই হাসপাতালের রোগীদের নিম্নমানের খাদ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। নির্ধারিত পরিমাণের চাইতে কম এবং নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

খাবারের এমন অনিয়মের কারণে চিকিৎসা নিতে আসা চাঁদখালী ইউনিয়নের শাহজাহান বলেন, প্রতিপক্ষের হামলায় আহত হয়ে গত দুই দিন থেকে ভর্তি হাসপাতলে নিম্নমানের খাবার সরবরাহের কারণে বাইরে থেকে কিনে খেতে হয়। হাসপাতালে ভর্তি আছেন ৬০ বছরের আবুল আহম্মেদ । তিনি বলেন, হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয় তা মুখে নেওয়া যায় না। এজন্য বাড়ি থেকে পাঠানো খাবার খান তিনি।

লস্কর গ্রামের রহিম কাগুজী বুকে ব্যাথা নিয়ে ভর্তি রয়েছেন। পরিক্ষা-নিরিক্ষার পর তার কিডনির সমস্যা ধরা পড়ে। বুধবার দুপুরে খাবার হিসেবে তাকে দেওয়া হয় লাউ, মুরগির মাংস। খেতে না পেরে পাশেই খাবার প্লেট রেখে দিয়েছেনে।

জানা যায়, একজন রোগীর জন্য প্রতিদিন খাবারে সরকারী ভাবে ১৭৫ টাকা বরাদ্দ রয়েছে। তবে নিম্নমানের খাবার সরবরাহ করায় তা খেতে পারেন না অধিকাংশ রোগীরা। অনেকেই খাবার না খেয়ে ফেলে দেন। আবার কেউ কেউ হাসপাতাল থেকে খাবার না নিয়ে বাড়ি থেকে এনে খান।

দরপত্র অনুযায়ী একজন রোগীর সকালের জন্য প্রতিদিন রুটি, একটি কলা, একটি ডিম ও ২৫ গ্রাম চিনির জন্য মোট ৩৬ টাকা ২৫ পয়সা বরাদ্দ রয়েছে। দুপুরে ও রাতে চিকন চালের ভাত, বা রুই মাছ, খাশি বা ব্রয়লার মুরগির মাংস, মুগডাল, ফুলকপি, গোলআলু, শিম ও পটল সহ সর্বমোট ১৭৫ টাকা বরাদ্দ রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহে মোটা চাল, নিম্ন মানের কলা, রুটি সরবরাহ করা হয়। অধিকাংশ রোগীরাই মোটা চালের ভাত খেতে পারেন না।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার স্থানীয় বাসিন্দা আবুল হোসেন অভিযোগ করে জানান, এ হাসপাতালে প্রধান কর্মকর্তা যোগসাজসে রোগীদের খাদ্য সরবরাহে অনিয়ম হচ্ছে।প্রতিদিন রোগীদের খাদ্য পরিমাপ করা হয় না। খাদ্যের মান যাচাইও করেন না। মাসে মাসে এসব কর্মকর্তাদের নির্দিষ্ট অংকের টাকা দিয়েই ম্যানেজ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। আর বাবুর্চি নিম্নমানের তৈল, মসলা দিয়েই রান্না করছে এসব খাদ্য। ঠিকাদার এখানে তেমন আসেন না। লোকজন দিয়ে তা নিয়ন্ত্রণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মাহবুবর রহমান বলেন, খাদ্য সরবরাহের কোন অনিয়ম নেই বা আমার কাছে কেউ কোন অভিযোগ করেন নাই। যদি কোন অভিযোগ পান তাহলে আমাদের জানান। রোগীদের খাবার সরবরাহে অনিয়ম রয়েছে তা জানা নেই। তবে জখন জানলাম তখন বিষয়টি খতিয়ে দেখব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণ; যশোর শিক্ষাবোর্ডে জমা পড়েছে ৬৫ হাজার আবেদন

রাণীশংকৈলে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত 

ঝিকরগাছায় মাদক নির্মূলে ও অন্যায়ের বিরুদ্ধে আপনাদের পাশে আমি আছি : ওসি কামাল ভূঁইয়া

পাবনায় অনলাইন জুয়া ব্যাবসায়ী গ্রেফতার 

বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

পুকুর ইজারা না দিয়ে স্কুল  কমিটির কয়েক জনের বিরুদ্ধে মাছ চাষ করার অভিযোগ 

পাথরঘাটায় ২ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 

গাইবান্ধার জ্বীনের বাদশা ভূরুঙ্গামারী থানা পুলিশের হাতে গ্রেফতার 

ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ৬ লেইন নির্মাণ নিয়ে দ্বিমত, স্হানীয় জনসাধারণের সাথে মত বিনিময়

ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ আইন ৩৭০ধারা বৈধ; সাফ জানাল সুপ্রিম কোর্ট