গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী ও একজন যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন দক্ষিণ খলেয়া বটতলা এলাকার মৃত আফান উল্লাহর ছেলে পথচারী জাহানুর ওরফে বাউরা (৪০) ও বাসের যাত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সুমন মিয়া (২৫)। এদিকে আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। পাগলাপীর-জলঢাকা সড়কের দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বটতলা এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ময়না পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী এলাকায় ওরশ শরীফে যোগদান করে। আজ শনিবার ফেরার পথে বাসটি গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় বলে জানাগেছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার অভিযান চলছে