মোঃ আনোয়ার হোসেন ডিমলা নীলফামারী প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলার হলরুমে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ ৪ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই – আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়।
সভাটি সন্চালন করেন উপজেলা সমবায় অফিসার জাহিদুল ইসলাম। সভায় ১৪৪ টি সমিতির অধিকাংশ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত না থাকলেও গুটিকয়েক সমিতিকে পুরস্কৃত করা হয়। সভায় সমবায়ীগন সহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মী গন উপস্থিত ছিলেন।