মোঃ: বেলাল হোসেন জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়ন এর নানিয়াটিকর শাশালপুর গ্রামের মাধব রায় (২৪) ও একই গ্রামের দিপু রায় (৩০)। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুরবাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাধব রায় নিহত হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী দিপু রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দিপু রায় মারা যান।