রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ॥ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নে সাংবাদিক রুবেল মিয়ার উপর একদল সন্ত্রাসীর হামলার শিকার হন। তিনি বর্তমানে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে চিকিৎসাধীন অবস্থা আছেন।
গতকাল ৯ ফেব্রুয়ারি রাত ১১ টায় গোয়তলা স্কুল রোড উচ্চ বিদ্যালয়ের সামনে ১৫ থেকে ২০ জন সসন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে।
জানা যায় হামলাকারীরা দীর্ঘদিন ধরে মদ বিক্রিসহ ও জুয়া খেলা সহ বিভিন্ন ও অকর্মের সাথে জড়িত থাকায় সাংবাদিক রুবেল মিয়া বিভিন্ন সময় প্রতিবাদ করায় তার উপর হামলা চালায় (১) লুটন মিয়া(২) সোহেল মিয়া ( ৩) রাসেল মিয়া (৪) নাজিম উদ্দিন (৫) মাসুদ সহ আরো ১০-১২ জন সন্ত্রাসী।
হামলায় আহত সাংবাদিক রুবেল মিয়া বলেন, এই নিয়ে তিনি ধোবাউড়া থানা প্রায় এক মাস যাবত বাদী হয়ে অভিযোগ করে ছিলাম।
ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান বলেন, আমি ইতিমধ্যে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। অচিরেই সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করা হবে।