নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ কোটচাঁদপুরে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল পড়ুয়া গোলাম রসুল (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বকশিপুর গ্রামে। নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তাফা হোসেনের ছেলে। গোলাম রসুল সপ্তম শ্রেনীর ছাত্র ছিলেন।
জানা যায়, গোলাম রসুলের পিতার আজ রাত্রে সিংগাপুরের ফ্লাইট। (৭ই-এপ্রিল) রবিবার সকালে পিতাকে মোটরসাইকেলে করে রেখে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
গোলাম রসুল গুরুত্বর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথেই মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত খরণের কারনে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ বলেন,সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয় জানার পর ওসি স্যার গুড়পাড়া পুলিশ ফাঁড়ির আই সি কে দূর্ঘটনার স্থানে পাঠিয়েছে।