রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ॥ ময়মনসিংহের ফুলপুরের গোদারিয়া এলাকায় ৮ বছর বয়সী মরিয়ম জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী । একটি হুইল চেয়ারের অভাবে তাহার চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায়। গত ২৮ মার্চ তারিখে মরিয়মের মা উপজেলা নির্বাহী অফিসারকে হুইল চেয়ারের জন্য বলেন।
এর প্রেক্ষিতে আজ ০২/০৪/২৩ তারিখে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান মরিয়মকে হুইল চেয়ার উপহার দেন।
সুন্দর এই মুহূর্তে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন, পিআইও আশিষ কর্মকার , উপজেলা ইঞ্জিনিয়ার রাকিব উদ্দিন, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুকুল সহ আরো অনেকে।