![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ডেস্ক নিউজ : দালালের মাধ্যমে অবৈধভাবে আদারকার্ড ও প্যানকার্ড সংগ্রহ করে ভারতীয় নাগরিক হতে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ফেনীর প্রাক্তন সংসদ নিজাম উদ্দীন হাজারী।
সূত্র বলছে বিগত সরকারের পতনের পর বিনা পাসপোর্টে অবৈধ ভাবে তিনি ভারতে প্রবেশ করেন।
তাকে গ্রেফতার দেখিয়ে জেলে রাখা হলে, তিনিই হবেন বাংলাদেশের বিগত সরকারের ভারতের মাটিতে গ্রেফতার হওয়া প্রথম সংসদ সদস্য! যা আওয়ামীলীগের পলাতকদের জন্য বিশেষ বিপদজনক বার্তা বহন করবে!