এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার মহতী উদ্যোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি) বিতরণ করলেন।
১৭ এপ্রিল সোমবার দুপুরের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে ময়মনসিংহ সদর উপজেলার শতাধিক গ্রাম পুলিশের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। নতুন পাঞ্জাবি পেয়ে খুশিতে আত্মহারা তারা। এ ধরনের উপহার কোনদিন পায়নি তারা।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অপারেশন অফিসার ওয়াজেদ আলী ও তদন্ত অফিসার ফারুক আহম্মেদ। এ বিষয় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মহোদয়ের এই ব্যতিক্রমী মহতি উদ্যোগ খুবই প্রশংসনীয়। এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য, অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করি। এই প্রথম গ্রাম পুলিশ সদস্যরা ঈদ উপহার পেয়েছে এতে আমাদেরও মাঝে তাদেরকে দিতে পেরে আনন্দিত হয়েছি।