এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবার সমন্বয় পরিষদের এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধা ও পরিবারের সমাবেশ ১১ ফেব্রুয়ারী রোজ শনিবার সকালে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা উপহার পেলাম একটি স্বাধীন বাংলাদেশ তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সচেতন হতে হবে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর যুবলীগ সদস্য ও সিনিয়র সহ- সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ময়মনসিংহ মহানগর মো: গোলাম মোস্তফা কামাল( শামীম), সদস্য এনামুল হক সহ প্রমুখ।
সমাবেশে বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সন্তানগণ উপস্থিত ছিলেন।