ডেস্ক নিউজ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে গাঁজাসহ এক কারবারীকে গ্রেফতার হয়েছ। রবিবার ০১/১২/২০২৪ তারিখ সকাল ৭:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি ইউপির বাগডাঙ্গা পুকুরপাড়া গ্রামস্থ আসামী মোঃ হামিদ মিয়া (৩৪) এর নিজ দখলীয় বসতঘর হতে ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী উক্ত গ্রামের মোঃ ইসমাইল মোল্লার ছেলে।
উক্ত ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।