মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্রাম্যমান প্রতিনিধি যশোর: দুই শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ আসছে যশোর সদর উপজেলার নরপশু হাবিব (৫৫) এর বিরুদ্ধে। ঘটনাটি, শনিবার ০৬/০৭/২৪ ইং তাং শংকরপুর বটতলা মসজিদ এলাকায় ঘটেছে।
জানা যায়, দুই শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ধর্ষণের চেষ্টা চালায় নরপশু হাবিব নামের এক লোক তার নিজ বসত ঘরের দ্বিতীয় তলায় নিয়ে যায় হাবিব (৫৫) পিতা-মৃত চান আলী, সাং -শংকরপুর বটতলা এলাকা ইসাহাক সড়ক থানা- কোতোয়ালী, জেলা যশোর।
ভিকটিম ১। খুকুমণি (৯) পিতা -আসলাম, ২। সুমাইয়া (১১) পিতা-শামীম, সাং -শংকরপুর ইসাহাক সড়ক, থানা -কোতয়ালী, জেলা- যশোর, বিস্কুটের লোভ দেখাইয়া , নরপশু হাবিব তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে, পরবর্তীতে আশেপাশের লোকজন টের পেয়ে ডাকচিৎকার দিলে, হাবিব পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা হাবিবকে ধরে ফেলে, এবং থানাকে অবগত করিলে পুলিশ ঘটনার স্থলে এসে হাবিবকে ধরে নিয়ে যায় এবং ভিকটিম দুজনকে থানাতে নিয়ে যায়। নরপশু হাবিব বটতলা মসজিদের উপদেষ্টা।