মাহাবুব আলম,ষ্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটের ২য় তলায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলামকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় ওসিসহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সদস্য কুশমত আলী, সদস্য মাহবুব আলম, হজরত আলী, সোহরাব হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে পরিচিতি পর্বে ওসি এবং প্রেসক্লাব সদস্যরা শুভেচ্ছা বক্তব্য দিয়ে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে সংবর্ধনা জানানো হয়। ওসি বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের কাছে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে পুলিশকে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতি তার বক্তব্যে ১৯৯৫ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার ও পরবর্তী সমযের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা ও সৎ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এ প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয় মর্মে তিনি বক্তব্যে উল্লেখ করেন। সংবর্ধিত ওসি তার বক্তব্যের শুরুতে প্রেসক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।