সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ছাত্রনেতা জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রুবেল আহম্মেদ। পরে এ ঘটনায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। এতে শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন ছাড়াও আরো ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ওই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে থানায় আরেকটি চাঁদাবাজির অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছুবান।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন পতিত আওয়ামী লীগের সরকারের প্রভাব খাটিয়ে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ক্ষমতার অপব্যবহার করে যাদুকাটা নদী তীরবর্তী রাজারগাঁও অদ্বৈত্য মহাপ্রভুর মন্দির ও যাদুকাটা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ শিভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। নদীপাড়ের মানুষকে ভয়ভীতি দেখিয়ে বোরহান উদ্দিন ও তাঁর সহযোগিরা এসব অপকর্ম করে বেড়াচ্ছে বছরের পর বছর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তবুও নদীতে চাঁদাবাজি ও পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি তাঁর।
সম্প্রতি যাদুকাটা নদীতে শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিনের অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় ছাত্রদল নেতা রুবেল। এতে রুবেলের উপর ক্ষিপ্ত হয়ে উঠে বোরহান উদ্দিন ও তার সহযোগিরা। ঘটনার দিন ৩১ জানুয়ারি শুক্রবার বোরহান উদ্দিন ও তাঁর সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদাঘাট ইউনিয়নের করিমপুর খালেরপয়েন্ট নামক এলাকায় রুবেলকে একা পেয়ে আটকে রাখে। পরে রুবেল এর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বোরহান উদ্দিন। এবং তাঁর পরিবারকে মোবাইলে কল করে টাকা আনতে চাপ দেয়। চাঁদা দিতে অপরাগতা জানালে রুবেলকে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে রুবেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
বোরহানের উদ্দিনের চাঁদাবাজির শিকার আরেক বিএনপি নেতা আব্দুস ছুবান বলেন, শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন পতিত আওয়ামীলীগ সরকারের দাপট দেখিতে যাদুকাটা নদীতে বালু পরিবহনকারী স্টিলবডি নৌকা থেকে চাঁদাবাজি ও নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা লুট করেছে। আওয়ামীলীগ সরকার ও তাঁর এমপি কেউই এখন ক্ষমতায় নেই কিন্তু কালো টাকার প্রভাবে নদীপাড়ের মানুষ ও সাধারণ ব্যবসায়ীদেরকে বোরহান উদ্দিন সিন্ডিকেট জিম্মি করে রেখেছে।
এ ঘটনায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।