বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সরাইল উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ও নাজির এর বিরুদ্ধে মামলার নথি গায়েব করার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

 

মো: শাকিল হাসান : সরাইল উপজেলা ভূমি অফিসের এসিলেন্ড ও নাজির এর বিরুদ্ধে নামজারির মিস কেস মামলার নথি গায়েব করার অভিযোগ করেছেন ভুক্তভোগী রসরাজ সরকার। এ বিষয়ে গত ১০ জুলাই ২০২৪ ইং তারিখে তিনি ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন।

ভুক্তভোগী রসরাজ সরকার, পিতা- মৃত লালমোহন সরকার, গ্রাম – দাউরিয়া পোস্ট – দক্ষিণ পাড়া, উপজেলা – সরাইল, জেলা – ব্রাহ্মণবাড়িয়ার অভিযোগে বলেন, সরাইল উপজেলা ভূমি অফিস এর বর্তমানে কর্মরত এসিলেন্ড নাছরিন সুলতানা ও নাজির সুব্রত সাহার যোগসাজশে নামজারির মিস কেস মামলার নথি গায়েব করেছে। সরাইল উপজেলার শাহজাদপুর মৌজার ১৭৫৬ নং খতিয়ানের মালিক ছিল মৃত ভুবন জয় ভৌমিক। ভূবন জয় ভৌমিক এ আইন গত ওয়ারিশ আছে তার মা রাশমনি ভৌতিক। রাশমনি ভৌতিক এর এক মাত্র ছেলে ভুবনজয় ভৌতিক অকালে মৃত্যুবরণ করলে তার মায়ের আয়ের কোন উৎস নেই। তাই রাশমনি ভৌতিক তার চলার জন্য তার বড় মেয়ে রিতন রানী সরকার এর কাছ সরকারি আইন মেনে কিছু জায়গা বিক্রি করে। কিন্তু ভুবন জয় ভৌমিক এর সত ভাইয়ের ছেলে স্বপ্ন লাল ভৌতিক ,রাশমনি ভৌতিক এর বিক্রি করলে ক্রেতা নিজ নামে জমা খারিজ করে সরকারি খাজনাদি পরিশোধ করে আসা অবস্থা, স্বপ্ন লাল ভৌতিক জাল জালিয়াতি করে তার নিজ নামে জমা খারিজ করেনেয় অবৈধ ভাবে। পরবর্তীতে স্বপ্ন লাল ভৌতিক এর নামে বর্তমানে খারিজ বহাল থাকলেও অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে আবার সে নিজেই আপিল করে তার নামে একক ভাবে রায় নেয়। যার জমা খারিজ মামলা নং – ২০৫৫/১৩-১৪,২০০৬/১৩-১৪, বিবিধ মোকদ্দমা নং – ৯০/১৩-১৪ ।আমি বিবাদী পক্ষ কোন নোটিশ পাইনি, পরবর্তীতে আমি এই অবৈধ খারিজ এর বিরুদ্ধে মিস কেস মামলা দায়ের করার জন্য, সরাইল এসিলেন্ড অফিসে যোগাযোগ করলে , কোন সহযোগিতা না পেয়ে জেলা অফিসে যোগাযোগ করলে, উনারা পরামর্শ দেয় এই খারিজ এর মিস কেস মামলার নথির সই মোহরি নকল লাগবে, তখন আমি জেলা রেকর্ড রোমে আবেদন করি। আবেদন এর পর সরাইল ভূমি অফিসের নাজির সুব্রত সাহার সাথে দেখা করে আবেদন এর রিসিট দেখালে সে বলে আবেদন এখন ও আসেনি। আবার কিছু দিন পর দেখা করলে তখন ও বলে আসেনি। তখন আমি জেলা রেকর্ড রোমে দেখা করি উনারা বলে,যে আমরা অনেক দিন আগেই পাঠিয়ে দিছি আবেদন। আবার সুব্রত সাহার সাথে দেখা করলে তখন ও বলে আসেনি আবেদন। তখন আমি ডাক অফিসে যোগাযোগ করলে উনারা বলে আজ থেকে আঠারো দিন আগেই দিয়েছি ডাক‌। আবার নাজির সুব্রত সাহার সাথে দেখা করলে বলে এই আবেদন দেখার সময় নেই আমার কাছে। তখন এসিলেন্ড এর সাথে যোগাযোগ করি, উনি বলছে ঠিক আছে আমি দেখছি বিষয়টি।এর কিছু দিন পর আমি আবার সুব্রত সাহার সাথে দেখা করলে বলে হে আবেদন আসছে। আমরা পাঠিয়ে দিবো, আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রেকর্ড রোমে যোগাযোগ করেন কিছু দিন পর। আমি জেলা রেকর্ড রোমে দেখা করলে বলে নথি এখন আসেনি, আবার সুব্রত সাহার সাথে দেখা করলে বলে নথি পাঠিয়ে দিছি। রেকর্ড রোমে বলে নথি আসেনি এখনো। এসিলেন্ড নাছরিন সুলতানা এর সাথে যোগাযোগ করলে উনি বলে নথি দেখছে এখন ও পাইনি। আবার কিছু দিন পর দেখা করলে এসিলেন্ড বলে এই নথি নেই আমার অফিসে। অফিসে খুঁজে পাচ্ছে না। এর পরে আমি এডিসি স্যার এর কাছে গিয়ে আমার আবেদন এর রিসিট নিয়ে দেখা করি,এডিসি স্যার বলছে ঠিক আছে দেখতেছি। কিছু দিন পর আবার এডিসি স্যার এর সাথে দেখা করলে উনি বলে এখন ও নথি পাঠাইনি, তখন উনি রেকর্ড রোমের স্যারকে বলে ,যে সরাইল এসিলেন্ড কে বলেন দূরত্ব এই নথি দিতে তখন রেকর্ড রোমের স্যার ফোন করে বলে ,এর নথি পাঠাই। এসিলেন্ড নাছরিন সুলতানা ও নাজির সুব্রত সাহা বলছে নথি নেই।এই অফিসের এক জন অফিসার বলছে আপনার নথি নেই,গায়েব করা হয়েছে।এর রেকর্ড রোমে দেখা করলে উনারা বলে এই নথিতো আসল না, ছায়া নথি।এর আগে আমার এক জন পরিচিত অফিসারের মাধ্যমে এই নথির কপি আমি সংগ্রহ করি।এই নকল কপিতে কোন স্বারক নাম্বার নেই। তখন এসিলেন্ডের সাথে দেখা করলে উনি বলে আপনার কাছে কোন কপি আছে, তখন আমার সাথে এক জন সাংবাদিক ও ছিল, আমি নথির কপি দিলে উনি বলে এটাতে কোন স্বারক নাম্বার নেই,এই সময় নাজির ও উপস্থিত ছিল,এসিলেন্ড বলে এটা আসল না নকল আমি বুঝব কি করে, এটা আপনি কোথায় পেয়েছেন,কে দিয়েছে তখন নাজির বলে স্যার আমি দিয়েছি অন্য অফিসের এক বড় ভাই বলছে দিতে ,এসিলেন্ড বলে আপনি কোথায় পেয়েছেন এই নথি, নাজির বলে আমাকে এডভোকেট রাখেশ দিয়েছে আন অফিসিয়ালি, তখন এসলিন্ড নাজিরকে অফিসের রেজিষ্ট্রার খাতায় এন্টি আছে, নাজির বলে না , তখন এসিলেন্ড নাজির এর উপর রাগান্বিত হন। তখন এসিলেন্ড নাজির কে বলে এই নথি এডভোকেট রাখেশ কোথায় পেয়েছেন, উনাকে আর শাহজাদাপুর ও শাহবাজপুর এর নায়েব কে ঢাকতে।এর  কয়েক দিন পর আমি অফিসের নাজির এর সাথে দেখা করি উনি বলে এসিলেন্ড স্যার বলছে উভয় পক্ষে নোটিশ দিতে। নোটিশ রেডি আছে স্যার অফিসে আসলে নোটিশ জারি করবো‌। এর কয়েক দিন পর আবার নাজির এর সাথে দেখা করলে নাজির বলে এসিলেন্ড স্যার নোটিশ দিতে না করছে। আপনি স্যারের সাথে কথা বলেন‌  ‌।এর পর আমি কয়েক বার অফিসে গেছি এসিলেন্ড আমার সাথে দেখা করেনি। আমি জানতে পারি এডভোকেট রাখেশ দেখা করেছে এসিলেন্ডি ও  নাজির এর সাথে, এডভোকেট রাখেশকে নাজির বলছে যে আপনার জন্য স্যার আমার উপর রাগান্বিত হয়েছে। এডভোকেট রাখেশ ও রাহুল গংরা একটা প্রতারক চক্র। এডভোকেট রাখেশ ও রাহুল গংরা আমাকে বলে সরাইল ভূমি অফিসের এসিলেন্ড ও নাজির কে টাকা দিয়ে কিনে নিছি তুই কিছুই করতে পারবে না। এসিলেন্ড ও নাজির টাকা ছাড়া কোন কাজ করে না সরাইল উপজেলা ভূমি অফিসে। উনারা অবৈধভাবে অল্প সময়ের মধ্যে অঢেল সম্পদের মালিক হয়েছেন।

ভুক্তভোগী রসরাজ সরকার এসিল্যান্ড ও নাজির সহ প্রতারক চক্রের বিরুদ্ধে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহন পূর্বক সু বিচার চেয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ছদ্মবেশী ছিনতাই চক্রের প্রধান আটক

সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস; যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম, সপ্তাহে ব্যবধানে কেজিতে বেড়েছে ২ থেকে ৮ টাকা

দেবহাটায় বজ্রপাতে যুবকের মৃত্যু  

বজ্রপাত নিরোধে জামালপুরে তালগাছের বীজ রোপণের উদ্বোধন 

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে আনসার সদস্য ক্লোজড

ভালুকার মেদুয়ারীতে বিএনপি জামাতের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

শেষ মুর্হুতে জমেছে ঈদগাঁওর ঈদ বাজার : ক্রেতাদের ভীড়

২ কিশোর গ্যাং প্রধানসহ নানা অপরাধে আটক ১১ 

তিস্তার জেগে উঠা সতীর চর দখলকে কেন্দ্র করে ১০ ঘরে আগুন

এবার কলকাতায় ভোজন রসিক বাংলাদেশিদের নতুন রসনার দি গাজীবো রেস্টুরেন্ট