মাহবুবুর রহমান জ্যোতি, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা জুলফিকার হায়দার খোকন’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মে/২৩) বিকেলে এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার এর আহবানে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও স্মরণসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিমল কুমার দাস ও শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান জুয়েল।
সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের একজন বিশ্বস্ত, সৎ, বিনয়ী ও নিবেদিত নেতা ছিলেন জুলফিকার হায়দার খোকন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনৈতিক চর্চা করতেন তিনি। একজন সৃজনশীল ও শান্তি প্রিয় মানুষ ছিলেন তিনি। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর সাথে তার ছিল আত্মার সম্পর্ক। অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম আহসান হাবিব এহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরি পিয়ার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, জেলা আওয়ামীলীগের সদস্য জেহাদ আল ইসলাম, জেলা কৃষক লীগের আহবায়ক ইকবাল বাহার, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল বারী রন্টু, পৌর কৃষকলীগের সাবেক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও মরহুমের ছোট ভাই ফুলাত হায়দার খান, পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনাসহ দেশ এবং জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা।