কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ ও কৃষি উপকরণ বিতরণ করা শুরু হয়েছে।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কে. এম. রফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ-র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাহামিনা আরজু, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মরিয়ম আক্তার মুক্তা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম । এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকগণ এবং সীতাকুণ্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো অন্যান্য ছাত্র সমাজের ছাত্ররা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন থেকে শুরু করে ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পর্যন্ত আড়াই হাজার কৃষকদের মাঝে এ নগদ অর্থ ও কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক কৃষকদের মাঝে মরিচ ৫ গ্রাম, টমেটো ৩ গ্রাম, লাউ ৫ গ্রাম, ব্রকলি ২ গ্রাম, বেগুন ৫ গ্রাম, মিষ্টি কুমড়া ১০ গ্রাম, ফুলকপি ৫ গ্রাম, বাঁধাকপি ৫ গ্রাম, হাইব্রিড বীজ ও নগদ অর্থ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমী অতিবৃষ্টি, বন্যাও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন শাকসবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা কর্মসূচির আওতায় সীতাকুণ্ড ইউনিয়ন -পৌরসভাধীন এলাকার নিমোক্ত বিভাজন অনুসারে বিতরণ করা হচ্ছে।এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বক্তব্য বলেন, বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে কৃষক পরিবার পৌরসভার সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অনেক উপকৃত হবেন।
এছাড়া রবি মৌসুমে সরিষা, চীনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, খেসারি, ফেলন ডাল আবাদের জন্য ৬৩০ জন কৃষককে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।