ইমাম হাছাইন পিন্টু, নাটোর : বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন- ৭ জানুয়ারীর নির্বাচনকে বিশ্ব স্বীকৃতি দেয়নি। নুতন এই সরকার অবৈধ। অবৈধ এই সরকার ক্ষমতায় থাকতে পারবেনা। তিনি বিএনপির নেতা কর্মীদের হতাশাগ্রস্থ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সদ্য কারামুক্ত বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
দুলু আরো বলেন, ভোটার বিহীন এই নির্বাচন ছিল শেখ হাসিনার একটি ড্যামি নির্বাচন। নিজেরাই আসন ভাগাভাগি করে নির্বাচনের নামে প্রহসন করেছে।জনগনের সাথে প্রতারনা করা হয়েছে। সংসদে কোন বিরোধীদল নেই। দেশের প্রধান বিরোধীদলসহ অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করায় বিশ্বে এর গ্রহণযোগ্যতা পায়নি। তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যে সব নেতা-কর্মী গত ২৮ নভেম্বরের পর থেকে মিথ্যা মামলায় আটক হয়ে জেলে ছিলেন এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হন তাদের সকলের পাশে রয়েছে বিএনপি। ধৈর্য্য ধরুন অচিরেই এই অবৈধ সরকারের পতন দেখতে পাবেন।
শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন , বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।