এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করলেন ঈদগাঁও রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ ঘোষিত কর্মসূচীর আলোকে ১২ জানুয়ারী সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের আহবায়ক আবদু রহমান নাহিদের সভাপতিত্বে ছাত্রনেতা আবু হেনা বিশাদের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব গঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ, কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন, সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক রিকো,ইসলামাবাদ আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, ঈদগাঁও আ,লীগের সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল,ইসলা মাবাদ আ,লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামাল, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ।
ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের নেতা ইরফানুল করিম,বোরহান মাহমুদ,সোহেল মাহমুদ রুহান সহ তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন। পরে কেক কেটে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।