রংপুর ব্যুরো :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় “তারণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ ফুটবল মাঠে আয়োজিত খেলার প্রথম ম্যাচে অংশগ্রহণ করেন বড়বিল মন্থনা ফুটবল একাডেমি এবং গঙ্গাচড়া স্পট একাডেমি।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
নির্দিষ্ট সময়ে খেলা গোলশূন্য থাকায় প্রথম ম্যাচে বড়বিল মন্থনা ফুটবল একাডেমি ট্রাইবেকারে ৩-০ গোলে গঙ্গাচড়া স্পট একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের সাথে ফটোসেশন যোগ দেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাদিত রোশান, আরমান আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে খেলার প্রতি আগ্রহ এবং দেশপ্রেমের চেতনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।