বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

পরলোকে সংগীত শিল্পী আনোয়ার হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ

(ছবিতে বা থেকে নাজমা আনোয়ার, প্রয়াত সংগীত শিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহঊদদীন ও সাংবাদিক সাঈদ আবেদ নিপুকে দেখা যাচেছ ক্যালিফোনিয়ায় একটি অনুষ্ঠানে)

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: মৃত্যুর মিছিলে বিষাদের খবর শুনতে শুনতে আরও একটি মৃত্যুসংবাদ কানে এলো । বাপসনিউজকে জানালেন কবি ও লেখক এবিএম সালেহঊদদীন।

তিনি বলেন, স্তম্বিত হয়ে গেলাম। কিছুদিন আগে রিহাবে দেখতে গিয়ে অনেক সময় কাটিয়েছিলাম। তাঁর স্ত্রী সঙ্গীত শিল্পী নাজমা আনোয়ার/নাজমা আপাও ছিলেন। নিউইয়র্কে আমাদের দীর্ঘদিনের সংস্কৃতিবান সহযাত্রী বন্ধু সঙ্গীতশিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন খান (৮০) চিরকালের জন্য পরপারের অবিনশ্বরে চলে গেলেন গত ১১ ডিসেম্বর ২০২৩,সোমবার সকালে । মৃত্যুকালে সহধর্মিনী নাজমা আনোয়ার, এক মেয়ে এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথমে শিল্পী মনিকা রায়ের ফোন । কিছুক্ষণ পরই সঙ্গীত শিল্পী নাজমা আপার (নাজমা আনোয়ার) কান্নাজড়িত ফোন।

কয়েকবছর (২০১৯) আগে তাঁদের বড় ছেলে ফাহিম আনোয়ার অকালে প্রাণ হারালে আনোয়ারভাই এবং নাজমা আপা খুব শোকগ্রস্ত ও বিচলিত হয়ে পড়েন। জামাইকা মুসলিম সেন্টারে ফাহিমের জানাজা হয়েছিল। ঠিক একইস্থানে (ডিসেম্বর ১২.২০২৩)আনোয়ার ভাই’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ছেলের অকাল মৃত্যুতে দুঃচিন্তায় তাঁরা দু’জনই লোকচক্ষুর আঁড়ালে অনেকটা নিরব হয়ে যান। আনোয়ারভাই কিডনী সংক্রান্ত রোগে কয়েকবছর যাবত ডায়লেসিস করে আসছিলেন। এছাড়া সার্জারীসহ অনেকগুলো জটিল সমস্যা নিয়ে তিনি প্রাণবন্ত থাকার চেষ্টা করতেন।

সেদিনও নাজমা আপার সঙ্গে কথা হয়েছিল যে, বাসায় যাব। আনোয়ারভাই’র সঙ্গে দেখা করে আসব । কিন্তু নানারকম ব্যস্ততার জন্য আর যাওয়ার সুযোগ হয়নি।

কেন যেন ইদানিং মনটা কাতর ও বিচলিত হয়ে যায়।

দীর্ঘ ২৫ বছরের( নিউইয়র্ক ) অনেক স্মৃতি। আন্তর্জাতিক লোক সম্মেলনসহ নিউইয়র্ক-এর বাইরেও আমরা কয়েকটি শহরের অনুষ্ঠানে গিয়েছি । কত অনুষ্ঠানাদি ও বাসায় কত ঘরোয়া আড্ডার আমরা অনেকই ছিলাম নিত্যকার সঙ্গী ।

তিনি ছিলেন সদাহাস্যময় বিনয়ী, বন্ধুপ্রিয় ও মানবিক গুণের অধিকারী।

আনোয়ারভাই পিন্টু ভট্টাচার্যের কয়েকটি রোমান্টিক গান বেশ সচ্ছন্দে গাইতে পারতেন ।

তন্মধ্যে যেমন তাঁর কন্ঠে শুনেছি;

১. “চলোনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে

ছায়ায় ছায়ায়

শুরু হোক পথচলা

শুরু হোক কথা বলা…”

২. “তুমি নির্জন উপকূলে নায়িকার মতো

পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে

ঢেকে মিষ্টি দু’চোখ, হলে লজ্জানত

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো…”

মহান আল্লাহপাক আনোয়ারভাই এবং নাজমা আপাও তাঁর পরিবারে এই বিষাদময় শোক কাটিয়ে উঠবার সুযোগ করে দেন। আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের পরমতম স্থানে রাখুন। মহাস্রষ্টা মহামহিম আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ছবিতে বাথেকে নাজমা আনোয়ার,প্রয়াত সংগীত শিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খেকন,কবি এবিএম সালেহঊদদীন ও সাংবাদিক সাঈদ আবেদ নিপুকে দেখা যাচেছ ক্যালিফোনিয়ায় একটি অনুষ্ঠানে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে খুলশীতে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

শ্যামনগরে ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় পাল্টা ধর্ষণ মামলায় কারাগারে স্বাক্ষী

পুলিশ সুপার পদে মোঃ খোরশেদ আলম পদোন্নতি পাওয়ায় শেরপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা

ভারতের হুগলী জেলা ডানকুনি ৮ নং রেলগেট বন্ধের প্রতিবাদে গণ আন্দোলন 

বাগমারায় তাহেরপুর পৌরসভায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

পটুয়াখালীতে সুরক্ষা বিহীন নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আটোয়ারীতে এবার রেকর্ডিও রাস্তা দখল 

দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশের দ্বায় স্বীকার করে অপরাধীদের ছাড় দেওয়া হবে না বললেন সেনাপ্রধান

ডিমলায় কাঁচা বাজার সেড ঘরের শুভ উদ্বোধনে