এনামুল হক ছোটন॥ মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের আয়োজনে সমাবেশ ও আনন্দ র্যালি অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি।
গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্বে একটি বিশাল মিছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব এবং বাঙালি জাতিকে মুক্তিদানের নানা বিষয় নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে নওশেল আহমেদ অনি বলেন, হাজার বছর ধরে বাংলার ইতিহাসে অনেক মহানায়কের জন্ম হয়েছে। কিন্তু কেউ বাংলার মুক্তিকামী জনতার স্বাধীনতা এনে দিতে পারেননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তাকে বুকে ধারণ করে ৪৭ এর দেশ বিভাগ পরবর্তী সময়ে দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এনে দিয়েছিলেন ৭ কোটি বাঙালি জাতির লালিত স্বপ্ন বাংলার স্বাধীনতা। এই লড়াই-সংগ্রামে জাতির পিতা বারবার পতিত হয়েছিলেন মৃত্যুর মুখে। কিন্তু বাঙালি জাতির প্রতি প্রেম ও অগাধ ভালোবাসায় জাতির পিতাকে বিন্দু পরিমাণও স্বাধীনতা আন্দোলন থেকে টলাতে পারেনি কোন অপশক্তি। মৃত্যু-ভয় উপেক্ষা করে বাঙালি জাতির স্বাধীনতা এনে দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আজকের দিনে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।