এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ॥ গত ২৫ ডিসেম্বর রবিবার শুভ বড় দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের দিন। এই পবিত্র দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ফিলিস্তিনের জেরুজালেম নগরীর পশ্চিম তীরের বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, সৃষ্টিকর্তার মহিমা। এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও আজ দিনটি আনন্দ—উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করেছেন।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ছোট বড় ৬ টি গির্জায় আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। নগরীর গির্জা ও বড় বড় হোটেল আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। আজ রাত ১২.১মিনিটে যিশু খ্রিস্টের জন্মদিনে বদলগাছী উপজেলার লক্ষিকুল গির্জায় বিভিন্ন সুন্দর রুপে সাজানোও প্রার্থনা হয়েছে ।. বৈধ্য, গির্জার ফাদারের সভাপতিত্বে, হাজার হাজার ভক্ত অনুরাগীরা সমবেত সঙ্গীত গাওয়া হয়েছে।
বড়দিন উপলক্ষে খ্রিস্টান উৎসবের আমেজ। বিভিন্ন বাড়ির সামনে লাগানো আলোক সজ্জায় সুসজ্জিত ক্রিসমাস—ট্রি, যিশুর জন্মস্থান নাজেরেথের গোয়ালঘরের অনুকরণে তৈরি বাঁশের চৌকোনা বাক্স আর বড় লাল তারা। গির্জার পুরোটা জুড়ে সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। চারিদিকে সাজসাজ রব। বড়দিনের একটা অন্যতম আকর্ষণ হলো উপহার দেওয়া ও পাওয়া। সাধারণত ক্রিসমাস ট্রির নিচে উপহারগুলো যিশু খৃষ্টের বাণী লিখে রেখে দেওয়া হয়।
লক্ষিকুল গির্জায় আলোকসজ্জার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালিত হয়েছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়।